ফাঁসি

বৃষ্টি ভেজা (জুলাই ২০২২)

ওমর ফারুক
  • ৬৩
আজ আমার ফাঁসি ,
দু”চোখ বেয়ে অশ্রু রাশি রাশি !
একটু পর কার্য্যকর হবে ,
জানতে চায় জীবনের শেষ চাওয়া কি ?

মৃত ব্যাক্তির কোন চাহিদা থাকে ?
নিজ কূকর্মের বোঝা ঘাড়ে ,
কোন অপরাধ বেশি দিন কি ঢাকা থাকে ?

এই তো কিছু দিন আগে ও -
যার একটু অসুখ হলে ,
আত্মীয় স্বজনদের দৌড়াদৌড়ি বেড়ে যেত !
আজ মৃত্যুর কথা শুনেও অনেকে বিমুখ !
আর হবে না কেন ?
আমি যে তাদের বাধ্য করেছি ,
সবার কাছে ঘৃনার পাত্র হয়েছি !

তুষার হিমবাহ শরীর দেয় নাড়া ,
মৃত্যু থেকে ঘৃণা বেশি দেয় সাজা !
আমার মৃত্যু কি আমাকে ঘৃণা থেকে রক্ষা করবে ?
নাকি ফিরিয়ে দিবে পরিবারের সম্মান ?
আমার জন্য যারা হয়েছে অপমান !

যৌবনের জ্বালা মনের আনন্দের জন্য-
আমার এই দূরগতি ,
বিনিময়ে দিয়েছি জীবনের আহুতি !
দুই চোখ বেয়ে অশ্রু নামে ,
হৃদয়ে পড়ছে মেঘের বাজ,
দুই কানে ভেসে আসছে মৃত্যুর আওয়াজ !

আজ আমাকে বাঁচানোর ইচ্ছা কারো নেই ,
সবাই দাড়িয়ে আছে লাশের অপেক্ষা ,
বেঁচে থেকে দেখছি মৃত্যুর পরের ব্যবস্থা !

এই জীবন ব্যর্থ মোর মানব হয়ে জন্মানো ,
আমার মতো উশৃঙ্খল -
হয় না কেউ যেন !
সৃষ্টার হুকুম না মানিয়ো ,
করিয়াছি রং তামাশা ,
তাই তো জীবনে নেমে এসেছে হতাশা ।

পাহাড় সমান ঘৃণা নিয়ে অশ্রু সমান সাগর ,
চলে যাচ্ছি রঙের দুনিয়া ছেড়ে -
লোভ লালসার আছর !
আমার মতো এমন কর্ম কেউ না করে ,
মৃত্যুর পর ও ঘৃণার পাত্র কেন হবে ?
এই দুনিয়া অপকর্মে আমার যে বাজে হাল ,
জানি না তো কবরের দুনিয়া কেমনে দেবো সামাল ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
S.M. Asadur Rahman খুব সুন্দর বিষয়। ধন্যবাদ প্রিয় কবি। উপরের দিকে ঘৃণার পাত্র বানান টা ন আছে। চেক প্লিজ। বেশ সুনিপুণ লেখনী।
ফয়জুল মহী খুব সুন্দর প্রকাশ করেছেন কবি

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এই কবিতায় একজন ফাঁসি আসামির একাকিত্ব , তুলে ধরা হয়েছে !

২৫ মার্চ - ২০২২ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪